BRAKING NEWS

Paschim Medinipur SP : জেলার পুলিশ সুপার পরিবর্তন, ধৃতিমান সরকার আসছেন পদে

Paschim Medinipur SP : জেলার পুলিশ সুপার পরিবর্তন, ধৃতিমান সরকার আসছেন পদে, GNE BANGLA

পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পদে পরিবর্তন। বদলি হচ্ছেন বর্তমান পুলিশ সুপার দীনেশ কুমার। তাঁর স্থানে জেলার নতুন পুলিশ সুপার হতে চলেছেন ধৃতিমান সরকার৷

বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। বদলি হয়েছেন একাধিক আইপিএস অফিসার। পরিবর্তন হয়েছে পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার পদে৷ দীনেশ কুমারের পরিবর্তে জেলার পুলিশ সুপার পদে আসছেন ধৃতিমান সরকার। এতদিন তিনি ডায়মন্ড হারবারের পুলিশ সুপার পদে ছিলেন। দীনেশ কুমার বদলি হয়ে কলকাতা পুলিশে সেন্ট্রালের ডেপুটি কমিশনার পদে নিযুক্ত হচ্ছেন।

Elephant Attack Medinipur : হাতির হানায় মৃত স্বামী, সাহায্যের আশ্বাস বনমন্ত্রীর

অন্যদিকে বাঁকুড়া রেঞ্জের ডিআইজি পদে আসছেন মুকেশ, আইপিএস৷ বাঁকুড়া রেঞ্জের বর্তমান ডিআইজি মিরাজ খালিদ পুরুলিয়া রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন।