BRAKING NEWS

Purulia Stolen Wood : চোরাই শালের গুঁড়ি বোঝাই ট্রাক্টর উদ্ধার বান্দোয়ানে

পুরুলিয়ার বান্দোয়ানে চোরাই শালের গুঁড়ি বোঝাই ট্রাক্টর উদ্ধার করলো বন দফতর। বুধবার ভোররাতে কংসাবতী দক্ষিণ বন বিভাগের বান্দোয়ান ১ রেঞ্জের আধিকারিকরা টহলদারি চলাকালীন ৬৪টি শাল কাঠের গুঁড়ি বোঝাই ট্রাক্টরটি আটক ও বাজেয়াপ্ত করেন।

জানা গিয়েছে, বান্দোয়ান-কুইলাপাল সড়কে বুধবার টহলদারী চালাচ্ছিলেন বন দফতরের কর্মীরা। ভোর বেলায় কুইলাপালের দিক থেকে বান্দোয়ানের দিকে একটি ট্রাক্টরকে দ্রুত গতিতে যেতে দেখে সন্দেহ হয় তাঁদের। প্লাস্টিক মোড়ের কাছে ট্রাক্টরটি বনকর্মীরা থামানোর চেষ্টা করলে চালক ট্রাক্টরটি থামিয়ে পালিয়ে যায়। ট্রাক্টরটির ভিতরে উদ্ধার হয় চোরাই শাল কাঠের ৬৪টি গুঁড়ি। রেঞ্জ আধিকারিক বিনয় মাহাতো জানিয়েছেন, ট্রাক্টর সহ ৬৪টি কাঠের গুঁড়ি বাজেয়াপ্ত করেছে বন দফতর। বন দফতরের একাংশের অনুমান, চোরাই কাঠ ঝাড়খণ্ডে পাচার করা হচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর।

Kurmi : জঙ্গলমহলে ১ এপ্রিল থেকে শুরু 'ঘাঘর ঘেরা', আন্দোলনের রূপরেখা নির্ধারণ কুড়মি সমাজের