চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

রাজ্যে আদালতের আদেশে চাকরি যাচ্ছে হাজার হাজার অবৈধ শিক্ষকের। শিক্ষক ছাত্র পারস্পরিক বিশ্বাস ও সম্পর্কেও এখন প্রশ্নচিহ্ন উঠছে৷ সেই সময়ে এক ব্যতিক্রমি দৃশ্য পূর্ব মেদিনীপুরের জেলার নন্দকুমার ব্লকের বরগোদা জলপাই প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের প্রধান শিক্ষকের বদলির প্রতিবাদে গেট আটকে ধরনায় বসলো পড়ুয়ারা৷ শিক্ষককে জড়িয়ে ধরে তারা ভেঙে পড়লো কান্নায়৷

দীর্ঘ ২১বছর যাবৎ নন্দকুমার ব্লকের বরগোদা জলপাই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন শেখর ধল। বর্তমানে তিনি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সম্প্রতি স্কুলে নতুন প্রধান শিক্ষক নিয়োগ হবেন। সেই সঙ্গে শেখরবাবুকে অন্য স্কুলে বদলি করা হয়েছে৷ এই খবর জানার পরেই প্রিয় শিক্ষকের অন্য স্কুলে বদলির প্রতিবাদে মঙ্গলবার স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ শুরু করে ছাত্রছাত্রীরা। তাদের সঙ্গে প্রতিবাদে সামিল হন অভিভাবকেরাও। শিক্ষক শেখরবাবু স্কুলে এলে তাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে অনেক ছাত্রছাত্রী।

অভিভাবকদের বক্তব্য, সমাজে যখন পারস্পরিক বিশ্বাসযোগ্যতা ক্রমশ হারিয়ে যাচ্ছে সেই সময়ে শেখরবাবুর মত ছাত্রদরদী শিক্ষক বিরল। তাঁর হাতে গঠিত হয়ে বহু পড়ুয়ার মূল্যবোধ ও শিক্ষার কাঠামো। ছাত্রছাত্রীদের দাবিকে সমর্থন করে তাঁরাও শেখরবাবুর বদলির প্রতিবাদে বিক্ষোভে সামিল হন। নন্দকুমার থানার পুলিশ ঘটনাস্থলে এলেও পুলিশের সামবেই রাস্তা আটকে চলে প্রতিবাদ কর্মসূচি।