BRAKING NEWS

Jhargram School : কয়েকশো পড়ুয়ার জন্য ৪ জন শিক্ষক নেতাইয়ের স্কুলে, গেটে তালা লাগিয়ে বিক্ষোভ

ঝাড়গ্রাম জেলার নেতাই উচ্চ বিদ্যালয়। পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুলে মোট পড়ুয়া প্রায় ৩৫০ আর শিক্ষকের সংখ্যা মাত্র ৪ জন! শিক্ষকের অভাবে প্রায় শিকেয় উঠেছে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাসের মত বিষয়ের পঠনপাঠন। অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে স্কুল গেটে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হলেন স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকেরা।

স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের অভিযোগ, ২০০৯ সালে নেতাই উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই স্কুলে শিক্ষকের সমস্যা। বর্তমানে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত ৬টি শ্রেণির প্রায় ৩৫০ জন পড়ুয়ার জন্য রয়েছেন মাত্র ৪ জন শিক্ষক। তাঁদের মধ্যে একজন শিক্ষক গুরুতর দুর্ঘটনায় পা হারিয়েছেন এবং বর্তমানে দীর্ঘকালীন চিকিৎসাজনিত ছুটিতে রয়েছেন। স্কুলে নেই জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাসের মত আবশ্যিক বিষয়ের শিক্ষক। অন্যদিকে টিচার ইনচার্জকেও ব্যস্ত থাকতে হয় স্কুলের পরিচালনগত বিভিন্ন প্রশাসনিক কার্যে। ফলে স্কুলের পঠনপাঠন প্রায় শিকেয় উঠেছে।

Jhargram : টি-টোয়েন্টি মহিলা ক্রিকেট টুর্নামেন্ট ঝাড়গ্রামে, উদ্বোধনে লক্ষ্মীরতন শুক্লা

এই পরিস্থিতিতে বুধবার ছাত্রছাত্রী ও অভিভাবকরা স্কুলে অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে স্কুলের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। স্কুলের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। তাঁদের অভিযোগ, বিভিন্ন প্রশাসনিক মহল ও ডিআই অফিসে একাধিকবার ডেপুটেশনের পরেও সুরাহা হয়নি। তাঁরা উৎকন্ঠা ব্যক্ত করেছেন আগামী মাধ্যমিক পরীক্ষার্থীদের বিষয়ে। অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়েছে।

Jhargram Strike: ঝাড়গ্রামে বনধ ভারত জাকাত মাঝি পারগানা মহলের, চলছে রাস্তা অবরোধ, বন্ধ দোকানপাট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *