চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
শুক্রবার ‘দিদির সুরক্ষা কবচ’ নিয়ে খড়গপুর গ্রামীণের পাঁচখুড়ি ও কুলদা এলাকায় ‘দিদির দূত’ হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা।
- Advertisement -
তৃণমূল কংগ্রেসের ঘোষিত ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি নিয়ে শুক্রবার সকালে প্রথমে পাঁচখুড়ি এলাকায় যান ‘দিদির দূত’ সুজয় হাজরা ও অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। প্রথমে এলাকার স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখেন, কথা বলেন স্বাস্থ্য কর্মী ও জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে৷ সেখানেই দলীয় কর্মীরা মধ্যাহ্নভোজন সারেন।
- Advertisement -
সন্ধ্যায় কুলদা এলাকায় স্থানীয়দের সাথে কথা বলেন সুজয় হাজরা সহ তৃণমূল নেতৃত্ব। খতিয়ে দেখেন তাঁদের অভাব অভিযোগ। সেখানে দলের কর্মীদের সঙ্গেও দেখা করেছেন জেলা সভাপতি। দলীয় কর্মীদের মানুষের দুয়ারে কীভাবে পৌঁছে গিয়ে কাজ করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণও দিয়েছেন।