Pingla: “পঞ্চায়েত নির্বাচনে লড়ে নেব”, তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

Pingla: "পঞ্চায়েত নির্বাচনে লড়ে নেব", তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

 

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
রবিবার পশ্চিম মেদিনীপুরের পিংলার মুন্ডুমারি এলাকায় জনসভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তাঁর সঙ্গে ছিলেন খড়্গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। মঞ্চে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু।

এইদিন শুভেন্দু অধিকারী বলেন, “সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। পঞ্চায়েত নির্বাচনের আগে ত্রাসের পরিবেশ তৈরি করে গোটা রাজ্যে বিরোধীদের ভয় দেখাচ্ছে।” অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর কটাক্ষ, “তুমি কে হরিদাস পাল? আমাদের প্রার্থী ঠিক করে দেবে! আমরা পঞ্চায়েত নির্বাচনে লড়ে নেব।” শুভেন্দু অভিযোগ করেন, “যাতে কেষ্ট মন্ডলের থেকে সরাসরি ভাইপোর কাছে কয়লার টাকা যায়, তার জন্যই বীরভূমের এসপি হিসাবে ভাস্কর মুখার্জিকে নিয়ে আসা হয়েছে।”

আরও পড়ুন:  Budget 2023 : এবারেও বাজেটে নেই ঘাটাল মাস্টার প্ল্যান, বন্যাপ্রবণ ঘাটালে ক্ষোভ

শুভেন্দু আরও বলেন, “মিড ডে মিলের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি সভা করেন। বগটুইয়ে নিহত পরিবারকে মিড ডে মিলের টাকায় চেক দেওয়া হয়েছিল।” বিরোধী দলনেতার সংযোজন, “শুধুমাত্র স্বাস্থ্য দপ্তর ছাড়া, সমস্ত সরকারি কর্মচারীদের অবস্থান বিক্ষোভ করা উচিত ডিএ-এর দাবিতে।” ত্রিপুরায় নির্বাচনী ইশতেহারে লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা করেছে তৃণমূল। সেই ঘোষণাকে কটাক্ষ করে শুভেন্দুর ভবিষ্যৎবাণী, “ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট পাবে তৃণমূল!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ