Suvendu Adhikari : পটাশপুরে শুভেন্দুর সভা বাতিল পুলিশের, অনুমোদন ছাড়াই মিছিলের বার্তা

Suvendu Adhikari : পটাশপুরে শুভেন্দুর সভা বাতিল পুলিশের, অনুমোদন ছাড়াই মিছিলের বার্তা

পূর্ব মেদিনীপুরের পটাশপুরের দাইতলা বাজার দুর্গোপুজো কমিটির মাঠে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভায় অনুমতি দিল না পুলিশ৷ সেই সঙ্গে পুজো কমিটির তরফেও অনুমতি বাতিল করা হয়েছে। ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে বিজেপি অনুমতি ছাড়াই মিছিলের বার্তা দিয়েছে।

ময়নার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বনধ ডেকেছিল বিজেপি। ঐ দিন অবরোধ চলাকালীন পটাশপুরে বিজেপি কর্মীদের উপর পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা লাঠিচার্জ করেছে বলে বিজেপির অভিযোগ৷ প্রতিবাদে রবিবার ‘পটাশপুর অভিযান’-এর ডাক দেন শুভেন্দু। দাইতলা দুর্গাপুজো কমিটির মাঠে বিজেপির প্রতিবাদ সভা করার কথা ছিল।

আরও পড়ুন:  Lakshman Seth : বিয়ে করলেন লক্ষ্মণ শেঠ, পরের বছর ফের জামাই ষষ্ঠী

কিন্তু শনিবার দুর্গাপুজো কমিটি জরুরি বৈঠকের পর মাঠে কোনো রাজনৈতিক দলকে সভা না করতে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিজেপির সভার অনুমোদন বাতিল হয়। জানা গিয়েছে, পটাশপুর থানা শুভেন্দুর সভার অনুমতি দেয়নি। বিজেপি আঙুল তুলেছে শাসক দল তৃণমূলের দিকে। অনুমতি ছাড়াই পটাশপুরে মিছিলের বার্তা দেওয়া হয়েছে৷

আরও পড়ুন:  Convoy Attack : কনভয়ে হামলায় বিজেপি যোগ! গ্রেপ্তারিতে উঠছে প্রশ্ন

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ