Medinipur-Suvendu : ঝাঁকড়ায় শুভেন্দু অধিকারীর সভার অনুমতি বাতিল পুলিশের

Medinipur-Suvendu : ঝাঁকড়ায় শুভেন্দু অধিকারীর সভার অনুমতি বাতিল পুলিশের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঝাঁকড়ায় শুভেন্দু অধিকারীর সভার অনুমতি বাতিল করল চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

শুভেন্দু অধিকারীর সভা ঘিরে নতুন বিতর্কের সূত্রপাত। সোমবার দুপুরে চন্দ্রকোনার ঝাঁকড়া হাইস্কুলের মাঠে সভা করার কর্মসূচি রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। অন্তিম মুহূর্তের প্রস্তুতির কাজ প্রায় সমাপ্ত। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে সভার কয়েক ঘন্টা আগে চন্দ্রকোনা টাউন থানার তরফে চন্দ্রকোনা টাউন বিজেপির দক্ষিণ মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্টকে চিঠি দিয়ে সভায় অনুমতি বাতিল করা হয়েছে।

আরও পড়ুন:  Sabang : দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন মন্ত্রী মানস ভূঁইয়ার

চিঠিতে চন্দ্রকোনা থানার ওসি রবি স্বর্ণকারের তরফে জানানো হয়েছে, ঝাঁকড়া হাইস্কুলের প্রধান শিক্ষক স্কুলের মাঠে সভার অনুমতি দিলেও স্কুলের পরিচালন সমিতির তরফে চিঠি দিয়ে সেই অনুমতি বাতিল করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, স্কুলের মাঠে সভা করার বিষয়ে অনুমতি প্রদানের ব্যাপারে প্রধান শিক্ষক ‘উপযুক্ত কর্তৃপক্ষ’ নন। এছাড়াও চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ২ রা এপ্রিল বিজেপির দক্ষিণ মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্টকে চিঠি দিয়ে প্রদেয় অনুমতি বাতিল করেছেন। পুলিশ জানিয়েছে, উল্লিখিত কারণগুলির জন্য আগামী ৩ রা এপ্রিল ঝাঁকড়া হাইস্কুলের মাঠে জনসভার অনুমতি বাতিল করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ