Tamluk Postal Stamp : মেদিনীপুরের নতুন সম্মান! তাম্রলিপ্ত রাজবাড়ীর পোস্টাল কভার ও স্ট্যাম্পের উদ্বোধন ডাক বিভাগের

Tamluk Postal Stamp : মেদিনীপুরের নতুন সম্মান! তাম্রলিপ্ত রাজবাড়ীর পোস্টাল কভার ও স্ট্যাম্পের উদ্বোধন ডাক বিভাগের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

অবিভক্ত মেদিনীপুরের ঐতিহ্য ও ইতিহাস যথেষ্ট গৌরবের। সেই সৌরবকে সম্মানিত করেই নতুন সম্মানের সংযোজন। তমলুকের তাম্রলিপ্ত রাজবাড়ীর বিশেষ পোস্টাল কভার ও স্ট্যাম্পের উদ্বোধন ডাক বিভাগের।

এখন ভারতীয় ডাকবিভাগের তরফে চলছে ডাক মেলা। সেই উপলক্ষ্যে শুক্রবার তমলুকের তাম্রলিপ্ত রাজবাড়ীর পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের একটি গেস্ট হাউসে পশ্চিমবঙ্গ সার্কেলের তমলুক হেড পোস্ট অফিসের তরফে ডাক মেলা আয়োজিত হয়। সেখানেই তমলুকের তাম্রলিপ্ত রাজবাড়ীর ইতিহাসকে দেওয়া হল স্বীকৃতি। তাম্রলিপ্ত রাজবাড়ির স্পেশাল পোস্টাল কভার ও স্ট্যাম্পের উদ্বোধন করলেন মেলায় উপস্থিত পশ্চিমবঙ্গ সার্কেলের জেনারেল পোস্টমাস্টার শশী শালিনী কুজু। প্রসঙ্গত উল্লেখ্য, তমলুকের তাম্রলিপ্ত রাজবাড়ীকে অনেক আগেই হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এবার ডাক বিভাগের তরফে মিললো বিশেষ সম্মান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ