শিক্ষকরা নিয়োগের যোগ্য নন, ঘাটালে যোগ্য শিক্ষক নিয়োগের দাবিতে সড়ক অবরোধ

শিক্ষকরা নিয়োগের যোগ্য নন, ঘাটালে যোগ্য শিক্ষক নিয়োগের দাবিতে সড়ক অবরোধ

শিক্ষকেরা শিক্ষাদানের যোগ্য নন এবং উপযুক্ত শিক্ষক নিয়োগের দাবিতে মঙ্গলবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। বিক্ষোভের কারনে অবরুদ্ধ পাঁশকুড়া রাজ্য সড়ক।

জানা গিয়েছে, ঘাটাল মহকুমার প্রাথমিক বিদ্যালয়গুলিতে অলচিকি ভাষায় শিক্ষাদানে দাবি জানানো হয়েছিল শিক্ষা দফতরে। সেই মতো মহকুমার ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে অলচিকি ভাষার শিক্ষক নিয়োগ করে রাজ্য সরকার। কিন্তু আদিবাসী সংঘটনের দাবি নিযুক্ত শিক্ষকেরা অলচিকি ভাষায় শিক্ষাদানে পারঙ্গম নন। আদিবাসী সংগঠন ভারত জাকাত মাজি পরগানা মহল মঙ্গলবার মহাকুমা শাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায়।

আরও পড়ুন:  Medinipur: নিখোঁজ ৫ বছরের অরণ্য, নেপুরায় পথ অবরোধ স্থানীয়দের, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

কিন্তু উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরেও সমাধান সূত্র না মেলায় বিদ্যাসাগর সেতুর উপর ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ শুরু করেন আদিবাসী সংগঠনের কর্মীরা। সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সন্ধ্যায়। সংগঠনের দাবি, উপযুক্ত শিক্ষক নিয়োগের দাবি না মঞ্জুর হওয়া পর্যন্ত অবরোধ চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ