Paschim Medinipur : চাকরির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ খ্রিস্টান সার্ভিস সোসাইটির বিরুদ্ধে

Paschim Medinipur : চাকরির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ খ্রিস্টান সার্ভিস সোসাইটির বিরুদ্ধে

পশ্চিম মেদিনীপুর খ্রিস্টান সার্ভিস সোসাইটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি ও চাকরি দেওয়ার নামে কয়েক কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হল শালবনীর পিড়াকাটা পুলিশ ফাঁড়িতে।

রাজ্যের সরকারি স্কুলগুলিতে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়। কিন্তু খ্রিস্টান মিশনারী স্কুলগুলিতে খ্রিস্টান সার্ভিস সোসাইটির মাধ্যমে নিয়োগ হয়। যদিও নিযুক্ত শিক্ষকদের বেতন দেয় রাজ্য সরকার। কোনো মিশনারী স্কুলে শিক্ষক নিয়োগের বিষয়ে ফাউন্ডার বডি কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়ার পর খ্রিস্টান সার্ভিস সোসাইটি নিয়োগের বিজ্ঞপ্তি দেয় ও নির্দিষ্ট নিয়মে ইন্টারভিউয়ের মাধ্যমে প্যানেল তৈরি করে শিক্ষাদপ্তরে ডিআই মারফত সুপারিশ করে। ডিআই-এর অনুমতি সাপেক্ষে নিয়োগ হয়।

আরও পড়ুন:  Bayron Biswas : বায়রন ছাড়লেন কংগ্রেসের হাত, অভিষেকের হাত ধরে তৃণমূলে

অভিযোগ উঠেছে, শালবনী ব্লকের ভীমপুর সাঁওতাল উচ্চ বিদ্যালয় ও ভীমপুর এবিএম গার্লস স্কুলের নিয়োগকে কেন্দ্র করে৷ অভিযোগ, সম্পূর্ণ অবৈধ ভাবে ১২ জন প্রার্থীকে ব্যাকডেটে নিয়োগ দেখানো হয়েছে। এই নিয়োগে উঠেছে আর্থিক লেনদেনের অভিযোগ। এমনকি অনেক প্রার্থীর কাছ থেকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগও উঠেছে। সোসাইটির কর্মকর্তাদের একাংশের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠেছে। এফআইআর দায়ের হয়েছে সোসাইটির ৮ জনের বিরুদ্ধে। ডিআই অফিসে বিক্ষোভ দেখিয়েছেন বেশ কিছু প্রার্থীরা। টাকা নিয়ে চাকরিতে প্রতারণার অভিযোগ এনেছেন তাঁরা। জেলাশাসকের তরফে ডিআই(মাধ্যমিক) এর কাছে ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন:  Scam : শান্তনু ও কুন্তলের সঙ্গে লেনদেন ‘কালীঘাটের কাকুর’, দাবি ইডি সূত্রের

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ