BRAKING NEWS

SSC : ৫ কোটি টাকা লোন চাকরি যাওয়া গ্রুপ ডি কর্মীদের, কো-অপারেটিভ ব্যাঙ্কের মাথায় হাত

অবৈধভাবে চাকরি পাওয়া এসএসসি গ্রুপ ডি কর্মীদের চাকরি গিয়েছে আদালতের নির্দেশে। পূর্ব মেদিনীপুরে চাকরি গিয়েছে ৩৬০ জনের। তাঁদের মধ্যে ৫৭ জনের তমলুক ঘাটাল কো-অপারেটিভ ব্যাঙ্কে সম্মিলিত লোন মোট ৫ কোটি টাকা। যা ঘুম উড়িয়েছে ব্যাঙ্কের।

এসএসসি গ্রুপ ডি নিয়োগে ওএমআর শিটে দুর্নীতি কাণ্ডে আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন ১৯১১ জন গ্রুপ ডি কর্মী। সূত্র মারফত জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলায় চাকরি হারানো মোট ৫৭ জন কর্মী তমলুক ঘাটাল কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিলেন। সেই লোনের মোট পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। মোট ঋণের সংখ্যা ৭০টি৷ ঋণের মধ্যে রয়েছে পারসোনাল লোন ও হাউসিং লোন। তমলুক ঘাটাল কো-অপারেটিভ ব্যাঙ্কের তরফে এই বিষয়ে খবরের সত্যতা স্বীকার করা না হলেও জানা গিয়েছে, ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই লোন কিভাবে আদায় করা যাবে সেই বিষয়ে আলোচনা করছে।

Shantipur : তৃনমূলের উপপ্রধানের নামে দূর্নীতির তালিকা সহ লিফলেট