Medinipur : থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান জেলাশাসকের দপ্তরে

Medinipur : থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান জেলাশাসকের দপ্তরে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুরে থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলি কাদেরি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর ষড়ঙ্গী, মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী, মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার জয়ন্ত রাউত প্রমুখরা।

আরও পড়ুন:  Medinipur : দেশের সেরা মেদিনীপুরের মেয়ে, জাতীয় স্তরের যোগায় সাফল্য অনুষ্কার

শনিবারের এই অনুষ্ঠানে থ্যালাসেমিয়া আক্রান্ত হয়েও জীবনে সুপ্রতিষ্ঠিত অনেক ব্যক্তি যোগ দেন। জেলার স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় ৮ হাজার থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী রয়েছেন। এদের মধ্যে প্রায় ৬ হাজার জন রোগীকে নিয়মিত রক্ত দিতে হয়। জেলাশাসক বলেন, থ্যালাসেমিয়া বিশ্বব্যাপী একটি সমস্যা। জেলায় থ্যালাসেমিয়া আক্রান্তের হার কমানোর চেষ্টা চলছে বলে জানিয়ে বিয়ের আগে যুবক-যুবতীদের থ্যালাসেমিয়া পরীক্ষার পরামর্শও দেন তিনি। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এই বিষয়ে সচেতনতামূলক প্রচারের নির্দেশও দিয়েছেন তিনি।

আরও পড়ুন:  Medinipur : দেশের সেরা মেদিনীপুরের মেয়ে, জাতীয় স্তরের যোগায় সাফল্য অনুষ্কার

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ