সরকারি চাকরির প্রতি মোহ প্রাণঘাতীও হতে পারে। তবে চাকরির চেষ্টায় কোন ব্যর্থ মনোরথের না, সরকারি চাকুরিজীবি পাত্র না মেলায় অবসাদে আত্মঘাতী হলেন তরুণী। অন্ততঃ তেমনই দাবি পরিবার ও প্রতিবেশীদের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দিতে।
জানা গিয়েছে, স্নাতক স্তরের পাঠ শেষের পর বিবাহের অপেক্ষায় ছিলেন ছাব্বিশ বছর বয়সী শিল্পী ঘোষ। অনেক সুযোগ্য পাত্র মেলার পরেও তিনি বিবাহের জন্য প্রাধান্য দিয়েছিলেন পাত্রের সরকারি চাকুরীকেই। কিন্তু দীর্ঘ খোঁজ ও অপেক্ষার পরেও মেলেনি সন্ধান। বৃহস্পতিবার সকালে কান্দির খড়গ্রামের গুরুটিয়া গ্রামের বাসিন্দা শিল্পী ঘোষের ঝুলন্ত দেহ দেখতে পান পরিজনেরা। পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা দাবি করেছেন পাত্র না মেলার অবসাদেই আত্মঘাতী হয়েছেন তরুণী।