Medinipur Municipality : মনীষীদের মাঝে মমতার ছবি, বিতর্ক তুঙ্গে

Medinipur Municipality : মনীষীদের মাঝে মমতার ছবি, বিতর্ক তুঙ্গে

তৃণমূল কংগ্রেস পরিচালিত মেদিনীপুর পুরসভার সভাকক্ষে বরেণ্য মনীষীদের সঙ্গে একই সারিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, মেদিনীপুর পুরসভার সভা কক্ষের দেওয়ালে নেতাজি, গান্ধীজি, বিদ্যাসাগর, ক্ষুদিরামের ছবির মাঝে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। পুরভোটে মেদিনীপুর পুরসভা দখল করেছে তৃণমূল।২৫টি আসনের মধ্যে ২০ টিই তাদের দখলে। মনীষীদের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকার বিষয়টি প্রকাশ্যে আসতেই বিতর্কের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন:  এবিটিএ-এর জেলা সম্মেলন সামনেই, জোরকদমে চলছে প্রচার ও প্রস্তুতি

বিরোধীদের অভিযোগ এই ভাবে প্রকারান্তরে মনীষীদের অবদান ও স্মৃতিকে অসম্মান করা হয়েছে। বিজেপির জেলা সহ-সভাপতি অরূপ দাস কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কেই রাজ্যের ‘প্রধান মনীষী’ বলে বিঁধেছেন।

আরও পড়ুন:  Keshpur: চরকায় উদ্ধার ২৫টি তাজা বোমা, করা হল নিষ্ক্রিয়

অন্যদিকে পুর চেয়ারম্যান সৌমেন খানের দৃষ্টিতে এই বিষয়টি কোনও অন্যায় বা ভুল নয়। বাংলার মুখ্যমন্ত্রী বাংলার জননেত্রী সেই কারণেই তাঁর ছবি দেওয়ালে ঝোলানো হয়েছে জানিয়ে বিষয়টি নিয়ে তিনি গর্বও প্রকাশ করেছেন।
ছবি ও তথ্য-zee24ghonta

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ