জঙ্গলমহল জুড়ে উন্নয়নের ফিরিস্তি আওড়াতে প্রায় দেখা যায় রাজনৈতিক কারবারিদের গলায় । কিন্তু উন্নয়ন কতটা হয়েছে ঝাড়গ্রামের গোপিবল্লভপুর এলে এই প্রশ্ন মনে দানা বাঁধতে পারে।

ঝাড়গ্রাম জেলা জুড়ে চলছে তাপপ্রবাহ। তীব্র গরমে দেখা দিয়েছে জল সংকট। কিন্তু আশ্চর্যের বিষয় ঝাড়গ্রামের এই এলাকায় কল আছে জল নেই। পিএইচই-র মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে ঘরে ঘরে বসানো হয়েছে নলবাহিত জলের কল, কিন্তু সেই কল দিয়ে জল পড়ছে না বলে অভিযোগ পড়াশিমূল গ্রামের বাসিন্দাদের।