BRAKING NEWS

আর সুন্দরবন নয়, এবার ঝাড়গ্রাম জেলায় দেখা মিলতে চলছে ম্যানগ্রোভের সৌন্দর্য

ম্যানগ্রোভের প্রতিকী ছবি

কথায় আছে অরণ্য সুন্দরী ঝাড়গাম জেলা। শুধু শাল-মহুল নয়, এবার সুন্দরী গরান গেওয়া হেতলাও দেখা যাবে ঝাড়গ্রাম জেলায়। অর্থাৎ সুন্দরবনের সুন্দরী ম্যানগ্রোভের সৌন্দর্য দেখতে চাইলে আসতেই পারেন বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি ও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জঙ্গল খণ্ডে।

আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে জঙ্গলে প্রাকৃতিকভাবেই জন্ম নিচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছগাছড়া তাই এবার ঝাড়গ্রাম জেলার রুখা সুখা মাটিতেও সুন্দর বনের গাছ-গাছড়া দেখতে পাওয়া যাচ্ছে।

ঝাড়খন্ড সংলগ্ন বাংলা সীমান্ত বেলপাহাড়িতে এ সমস্ত উদ্ভিদ উদ্ভিদ জন্মাতে দেখা গেছে। স্থানীয়দের মতামত সমুদ্রের বিভিন্ন নোনাজাতীয় উদ্ভিদ এলাকায় আগে থেকে দেখা যেত তবে এখন তা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং খনিজ সম্পদের প্রাচুর্য থাকায় এই এলাকা নোনাজাতীয় তাই সুন্দরবনের উদ্ভিদ এখানে জন্মাতে কোন অসুবিধা হচ্ছে না।

Leave a Reply