Keshpur DA : ধর্মঘটে সামিল হওয়ায় শিক্ষকদের স্কুল থেকে বের করে তালা লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Keshpur DA : ধর্মঘটে সামিল হওয়ায় শিক্ষকদের স্কুল থেকে বের করে তালা লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

ডিএ আন্দোলনের ধর্মঘটে সামিল হওয়ায় শনিবার স্কুল থেকে শিক্ষক শিক্ষিকাদের বের করে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের আনন্দপুর চক্রের ঝাটিয়ারা প্রাথমিক বিদ্যালয়ে।

ডিএ সহ একাধিক দাবিতে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছিল সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। তাতেই সামিল হলে ঐ দিন অনুপস্থিত ছিলেন কেশপুর ব্লকের আনন্দপুর চক্রের ঝাটিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। অভিযোগ, শনিবার তাঁরা স্কুলে উপস্থিত হলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাঁদের স্কুল থেকে বের করে তালা লাগিয়ে দেয়। ঘটনাস্থলে আসে আনন্দপুর থানার পুলিশ।

আরও পড়ুন:  Kunal Ghosh on Kaustav Bagchi: “কৌস্তুভের গ্রেফতারের বিরোধিতা করছি”, উল্টো সুর কুণাল ঘোষের

যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব স্কুলে তালা লাগানোর অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, গতকাল স্কুলে শিক্ষক শিক্ষিকারা ধর্মঘটে সামিল হয়ে অনুপস্থিত থাকায় স্কুল বন্ধ ছিল। কিন্তু এসআই নিজের রিপোর্টে স্কুল খোলা দেখিয়েছেন। তাঁরা এর প্রতিকার দাবি করেন। শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, তাঁরা শুক্রবার ধর্মঘটে সামিল হয়ে হাজিরা খাতায় নিজেদের অনুপস্থিত দেখিয়েছেন। পুলিশের মধ্যস্থতায় তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গে আলোচনার পর এখন পরিস্থিতি স্বাভাবিক। স্কুলের পঠন পাঠন ও মিড ডে মিলের কাজ যথারীতি চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ