কেশপুরে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ, জখম একাধিক, ‘সমাজ বিরোধীরা তৃণমূলে’ কটাক্ষ দিলীপের

কেশপুরে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ, জখম একাধিক, 'সমাজ বিরোধীরা তৃণমূলে' কটাক্ষ দিলীপের

ফের শাসক দলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উঠলো পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। হামলার অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক শিউলি সাহা ও স্থানীয় তৃণমূল ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। জখম একাধিক জন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসলাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, মঙ্গলবার কেশপুরের খেতুয়া এলাকাতে পিকনিকের সময় তৃণমূলের এক গোষ্ঠীর সঙ্গে অপর গোষ্ঠীর বচসা হয়। তা কেন্দ্র করে বুধবার সকালে শাঁকপুর গ্রামে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে বচসা সংঘর্ষের রূপ নেয়। জখম হন একাধিক মহিলা ও পুরুষ। জখম মহিলাদের মধ্যে একজন সন্তানসম্ভবা। জখমদের প্রথমে কেশপুর হাসপাতাল ও পরে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন:  নেতাই দিবসে নেতাই গেলেন না শুভেন্দু, নেতাই দিবস পালন তৃণমূলের

জখমদের একাংশের অভিযোগ, তৃণমূল বিধায়ক শিউলি সাহা ও স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজার অনুগামীদের বিরুদ্ধে। তাঁদের বক্তব্য, বিধায়িকা শিউলি সাহা এলাকায় এলেই সংঘর্ষের ঘটনা ঘটে৷ অভিযোগ, তাঁদের উপর আক্রমণ ঘটিয়েছেন শিউলি সাহা ও ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাঁজার লোকজন। যদিও ব্লক সভাপতি অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, বচসার ঘটনা পুরোপুরি পারিবারিক। একদল লোকজন মিথ্যা অভিযোগ করে দলের বদনাম করার চেষ্টা করছেন।

আরও পড়ুন:  “বঙ্গ বিজেপি মানে দিতে দেবো না, করতে দেবো না”, নদী সংস্কার ও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আক্রমণ মানস ভূঁইয়ার

অন্যদিকে ঘটনার প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, “কেশপুর চিরদিনের উপদ্রুত এলাকা, সমাজ বিরোধীরাই এলাকার রাজনীতি নিয়ন্ত্রণ করে এবং তারাই তৃণমূলে ঢুকেছে। গত বারে ওখানকার যিনি বিধায়ক তাঁকে দুই বছর এলাকা থেকে বহিষ্কার করে ছিল, ওখানে আসেননি, দলই বারণ করেছিল। ওদের দলের ঝামেলা ওরা মেটাক, এতে সাধারণ মানুষ কষ্ট যেন না পান।”

রিপোর্ট- অর্পণ ভট্টাচার্য্য

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ