Medinipur : ফের হাতাহাতিতে তৃণমূলের সুব্রত সরকার, সাংবাদিকদের সপক্ষে বলতে গিয়ে বচসা মেডিকেল কলেজে

Medinipur : ফের হাতাহাতিতে তৃণমূলের সুব্রত সরকার, সাংবাদিকদের সপক্ষে বলতে গিয়ে বচসা মেডিকেল কলেজে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পুনরায় বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল নেতা সুব্রত সরকার। এবার সাংবাদিকদের সপক্ষে কথা বলতে গিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগের বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা।

পশ্চিম মেদিনীপুরে একাধিক শিশু সংক্রমিত অ্যাডিনো ভাইরাসে। সেই বিষয়ে চিকিৎসাব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে আসেন বিধায়িকা জুন মালিয়া। মাতৃমা বিভাগে জুন মালিয়া প্রবেশ করলেও প্রবেশ করতে দেওয়া হয়নি সাংবাদিকদের। এরপরই সাংবাদিকদের পক্ষে সোচ্চার হন সুব্রত সরকার। তা থেকেই তিনি বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন ঐ বিভাগের বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে।

আরও পড়ুন:  DA Medinipur: ডিএ-র দাবিতে প্রতীকী কর্মবিরতি সাবোর্ডিনেট কোর্ট স্টাফ অ্যাসোসিয়েশনের

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই জেলাশাসকের দফতরের সামনে ডিএ নিয়ে আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের উদ্দেশ্যে লাথি ছুড়ে বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূলের সরকারি কর্মচারী ফেডারেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুব্রত সরকার। শনিবারের ঘটনা নিয়ে তিনি বলেন, “সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। সাংবাদিকদের প্রবেশ নিষেধ করছে প্রাইভেট সিকিউরিটি স্টাফরা। এখানে দায়িত্বপ্রাপ্ত কোন অফিসার নেই। আমার প্রশ্ন, সাংবাদিকরা যদি কোন তথ্য জনগণের কাছে তুলে ধরতে না পারে তাহলে সেটা মুখ্যমন্ত্রীর গোচরে পৌছবে কি করে?” তাঁর ক্ষোভ, “মুখ্যমন্ত্রী তার নিজের সভাতেও কোথাও কোনো সাংবাদিকদের প্রবেশ নিষেধ করেন না। কিন্তু এখানে একটা ছোট্ট ব্যাপারে এরা অত্যন্ত বড় ভাবে, অসম্মান করে এবং অভদ্রতা করে সাংবাদিকদের প্রতিরোধ করেছে। আমরা কেউ যেতে চাইনি কিন্তু সাংবাদিকদের প্রবেশ রুদ্ধ করেছে, এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলে আমি মনে করি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ