BRAKING NEWS

Kurmi : জোট বাঁধছে কুড়মি আন্দোলন, শালবনীতে তৃণমূল ছাড়লেন ৪ নেতা

জোট বাঁধছে কুড়মি আন্দোলন। ধান্যশোল গ্রামে কুড়মি সমাজের প্রকাশ্য জাগরন সভায় ‘মরদ ঢুঁড়া’ আন্দোলনে ৪ জন তৃণমূল কংগ্রেস নেতা রাজনৈতিক পদ ত্যাগ করলেন। সেই সঙ্গে যুক্ত হলেন কুড়মি সমাজের আন্দোলনের মূল স্রোতে৷

রবিবার পশ্চিম মেদিনীপুরের শালবনী বলকে তৃণমূল ত্যাগী নেতাদের হাতে কুড়মি আন্দোলনের পতাকা তুলে দেন কুড়মি নেতা রাজেশ মাহাতো। বাঁকিবাঁধ বুথের তৃণমূল যুব বুথ সভাপতি সনৎ মাহাতো, শালডহরা তৃণমূল বুথ সভাপতি দেবাশীষ মাহাতো, ঢেঁঙ্গাশোল তৃণমূলের বুথ সম্পাদক ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য বনমালী মাহাতো ও আমগাছিয়া তৃণমূল বুথ সভাপতি বাবলু মাহাতো দল ত্যাগ করে কুড়মি সমাজের পতাকা হাতে তুলে নেন।

প্রসঙ্গত উল্লেখ্য, কুড়মিদের তফশিল উপজাতির তালিকাভুক্ত করা, কোড সহ সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলনে নেমেছে কুড়মি সমাজের একাধিক সংগঠন। গত ১ লা এপ্রিল থেকে পশ্চিমবঙ্গ কুড়মি সমাজ ও আরও কয়েকটি কুড়মি সংগঠনের ডাকে শুরু হয় ঘাঘর ঘেরা আন্দোলন। রাজ্য সরকারের কাছে সংশোধিত সিআরআই রিপোর্ট কেন্দ্রে পাঠানোর দাবি জানানো হয়েছে আন্দোলনকারীদের তরফে। সমাজের তরফে শুরু হয়েছে ‘মরদ ঢুঁড়া’ আন্দোলন। বিভিন্ন রাজনৈতিক দল ও পদে আসীন কুড়মি সমাজের মানুষজনদের রাজনৈতিক পরিচয় ত্যাগ করে কুড়মি আন্দোলনে সরাসরি যোগ দিতে আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply