Medinipur : জমি চুরি! জীবিত তৃণমূল নেতাকে ‘মৃত’ দেখিয়ে জমি দখল তৃণমূল কর্মীর

Medinipur : জমি চুরি! জীবিত তৃণমূল নেতাকে 'মৃত' দেখিয়ে জমি দখল তৃণমূল কর্মীর

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

জীবিত ব্যক্তিকে ‘মৃত’ দেখিয়ে, অবৈথ মৃত্যু শংসাপত্র দাখিল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো প্রতিবেশী দম্পতির বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকে ঘটনাটি ঘটেছে স্থানীয় তৃণমূল নেতার সঙ্গে এবং ঘটনাটি ঘটিয়েছেন এলাকার তৃণমূল কর্মী ও তাঁর স্ত্রী।

জানা গিয়েছে, স্থানীয় তৃণমূল কর্মী আসাদুল হক সম্প্রতি প্রতিবেশী তথা আইএনটিটিইউসি-র কেশপুর ব্লক সভাপতি তাজ মহম্মদ বক্স ওরফে লখুর জমিতে নির্মাণ কার্য শুরু করেন। বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলে তাজ মহম্মদ জানতে পারেন, তিনি জীবিত থাকতেই কেশপুর ১০ নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি দেওয়া হয়েছে তাঁর ‘মৃত্যুর শংসাপত্র’! সেই সঙ্গে ওয়ারিশ সার্টিফিকেটে আসাদুল হকের স্ত্রী তামান্না খাতুনকে ‘মৃত’ তাজ মহম্মদের একমাত্র কন্যা হিসেবে প্রতিপন্ন করে ভূমি রাজস্ব দপ্তরের মাধ্যমে ১১ ডেসিমেল জমি তামান্না খাতুনের নামে করা হয়েছে।

আরও পড়ুন:  Kurmi Protest : মুখ্যসচিবের সঙ্গে কুড়মি সমাজের বৈঠকের সম্ভাবনা, চলছে সমাধান সূত্রের খোঁজ

বিষয়টি নিয়ে ব্লক ভূমি রাজস্ব আধিকারিক ইতিমধ্যে পুলিশে অভিযোগ জানিয়েছেন। স্থানীয় পঞ্চায়েত প্রধান চন্দনা ভুঁইয়া সার্টিফিকেটে থাকা তাঁর স্বাক্ষরের বৈধতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ