ফের তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে, বিস্ফোরক মন্ত্রী শিউলি সাহা

ফের তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে, বিস্ফোরক মন্ত্রী শিউলি সাহা

কেশপুরে ফের প্রকাশ্যে তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব। সাংবাদিক বৈঠকে গরহাজির ব্লকের তিন জন সহ সভাপতি ও যুব তৃণমূল সভাপতি। যা নিয়ে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্ত্রী শিউলি সাহা। আনলেন তাঁকে সমস্যায় ফেলার অভিযোগ।

এইদিন কেশপুরের বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহার ‘দিদির সুরক্ষা কবচ’-এর সাংবাদিক বৈঠকে ছিলেন না ব্লকের তিন সহ-সভাপতি ও যুব তৃণমূল সভাপতি। সাংবাদিক বৈঠকের পর তাঁরা দাবি করেন, তাঁদের সাংবাদিক বৈঠকের জন্য ডাকাই হয়নি এবং একদম শেষ মুহূর্তে তাঁদের ফোন করা হয়।

আরও পড়ুন:  “আমার দলই হোক বা অন্য কোনও দল, যেটা ভুল সেটা ভুলই”, রাজনীতির পাঠ দিলেন সাংসদ দেব

অন্যদিকে দলের নেতাদের বিরুদ্ধেই বিস্ফোরক মন্ত্রী শিউলি সাহা। তিনি বলেন, “এরা ৩ জন সহ-সভাপতি আমাকে ব্লক সভাপতিকে সমস্যায় ফেলছে বারবার। গোপন বৈঠক করছেন, বিরোধীদের উস্কানি দিচ্ছেন। আমি রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছি।” মন্ত্রীর অভিযোগ, তিন জন সহ সভাপতি তাঁকে এবং ব্লক সভাপতিকে সহযোগিতা করছেন না। সমস্যা তৈরি করছেন। কুৎসা করছেন এবং সামঞ্জস্য রেখে কাজ করছেন না। ঘটনাকে কেন্দ্র করে জেলা রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে দিদির সুরক্ষা কবচ উদ্যোগে সোমবার সকালে নিজের বিধানসভা কেন্দ্রে দিদির দূত হয়ে যান মন্ত্রী তথা কেশপুরের বিধায়িকা শিউলি সাহা। সাধারণ মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। সেই বিষয়ে তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, “মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলো মানুষের কাছে আরো বেশি করে নিয়ে যেতে হবে।” দিদির সুরক্ষা কবচ উদ্যোগে দিদির দূত হয়ে গ্রামে গ্রামে গিয়ে প্রতিটি মানুষের কাছে পৌঁছে সরকারের প্রতিটি সুযোগ সুবিধার কথা তাঁরা বলবেন বলেও জানিয়েছেন বিধায়িকা।

আরও পড়ুন:  ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! কেশপুর কলেজে শিউলি সাহাকে ঘিরে বিক্ষোভ

রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ