চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

কদিন আগেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঝাঁকরায় সভা করেছিলেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই একই জায়গায় শুক্রবার পাল্টা সভা করলো তৃণমূল। উপস্থিত ছিলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। সভা মঞ্চ থেকে বিজেপি ও শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন তিনি।

শুভেন্দুকে আক্রমণ করে সায়নী বলেন, “এতদিন বিজেপিতে থেকেও নেতা তৈরি করতে পারেননি এবং বিজেপির কেউ নেতা হোক সেটা উনি চাইনি। বিজেপির ওটা জনসভা হয়নি। তৃণমূলের জেলা নেতৃত্বরা এরকম প্রচুর সভা করতে পারেন।” শুভেন্দু ঝাঁকরার সভায় “নো ভোট টু মমতা” স্লোগান লিখিত টিশার্ট পরিধান করে বার্তা দিয়েছিলেন। সেই বিষয়েও ধেয়ে আসে সায়নীর কটাক্ষ, “চুরি করা স্লোগান। ২০২১ বিধানসভা ভোটের আগে সুশীল সমাজ ‘নো ভোট টু বিজেপি’ ক্যাম্পেন শুরু করেছিল। সেই ক্যাম্পেন থেকে স্লোগান চুরি করে এখন এই কাজ করছেন। ওনার নিজস্ব কোন ক্যাপাসিটি নেই।”

জনপ্রিয় খবর:  Kurmi Protest : ডিএম বৈঠকে নেই সমাধান, কুড়মিদের আন্দোলনে স্তব্ধ রেল-রাস্তা, বিপর্যস্ত জঙ্গলমহল

সায়নীর অভিযোগ, “বিজেপি বহিরাগত এনে বাংলায় কৃষ্টি সংস্কৃতি নষ্ট করতে চলেছে। রাম নবমীর বা হনুমান জয়ন্তীতে এরকম অস্ত্র হাতে মিছিল বাংলার সমাজ আগে কখনো দেখেনি।” এইদিনের সভায় উপস্থিত ছিল মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর অজিত মাইতি, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো ছাড়াও তৃণমূলের ব্লক ও জেলা স্তরের নেতৃত্ববৃন্দ।

জনপ্রিয় খবর:  Sabang : দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন মন্ত্রী মানস ভূঁইয়ার