Keshiyari : কেশিয়াড়ি ব্লক থেকে জেলায় শুরু হবে নবজোয়ার কর্মসূচি, প্রাক্কালে মিছিল ও পথসভা তৃণমূলের

Keshiyari : কেশিয়াড়ি ব্লক থেকে জেলায় শুরু হবে নবজোয়ার কর্মসূচি, প্রাক্কালে মিছিল ও পথসভা তৃণমূলের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে দলকে শক্তিশালী করতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছে ন। এই জনজোয়ার যাত্রা রাজ্যের প্রতিটি জেলা পরিক্রমা করবে। ঝাড়গ্ৰাম হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার সীমান্ত এলাকা কেশিয়াড়ি ব্লক দিয়ে জেলায় এই কর্মসূচির সূচনা হবে। তারই আগে প্রস্তুতি হিসেবে কেশিয়াড়ি ব্লকের ৪ নং অঞ্চলের বিনন্দপুর বুথে অনুষ্ঠিত হল তৃণমূলের সভা ও মিছিল।

আরও পড়ুন:  Jhargram : কুড়মিদের কাছে দুঃখ প্রকাশ তৃণমূলের জেলা সভাপতির, বিতর্কিত মন্তব্যের জের

গত পঞ্চায়েত নির্বাচনে শাসকদল প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল প্রায় ৯৮ শতাংশ আসনে। পঞ্চায়েতে দলের সাফল্য বজায় রাখতে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। চলতি মাসের ২৭ তারিখে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করতে চলেছে নবজোয়ার যাত্রা। ঝাড়গ্ৰাম হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার সীমান্ত এলাকা কেশিয়াড়ি ব্লক দিয়ে জেলায় এই কর্মসূচির সূচনা হবে। মঙ্গলবার তারই প্রস্তুতি মিটিং, মিছিল, পথসভা অনুষ্ঠিত হয়েছে কেশিয়াড়ি ব্লকের ৪ নং অঞ্চলের বিনন্দপুর বুথে। প্রায় ৫ শতাধিক মানুষের মিছিল প্রায় তিন কিলোমিটার পথ পরিক্রমা করে। মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কল্পনা শীট, জেলা সম্পাদক পবিত্র শীট, যুব সভাপতি সঞ্জয় গোস্বামী সহ অঞ্চলের অন্যান্য নেতৃত্বরা।

আরও পড়ুন:  Bayron Biswas : বায়রনকে তৃণমূলের উপহার! নিরাপত্তায় রাজ্য পুলিশ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ