BRAKING NEWS

অভিষেকের জনসভা লক্ষ্য, মেদিনীপুরে মিছিল ও পথসভা শাসক দলের

অভিষেকের জনসভা লক্ষ্য, মেদিনীপুরে মিছিল ও পথসভা শাসক দলের, GNE BANGLA

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

কেশপুর ব্লকের আনন্দপুরে তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করতে চলেছেন আগামী ৪ঠা ফেব্রুয়ারি। তারই প্রস্তুতিতে ব্যস্ত শাসক দল। মেদিনীপুর শহর জুড়ে হচ্ছে পথসভা, মিছিল।

মঙ্গলবার সর্বসাধারণকে আনন্দপুর যাওয়ার ডাক দিয়ে মেদিনীপুরে শহর তৃনমূল কংগ্রেস, শহর মহিলা তৃণমূল কংগ্রেস এবং ৫ নং ওয়ার্ড তৃনমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল মিছিল ও পথসভা। মেদিনীপুর স্টেশন থেকে শুরু হয়ে ফ্লাইওভার রোড পরিক্রমা করে স্থানীয় মহুয়া সিনেমার চকে শেষ হয় মিছিল। সেখানে হয় পথসভা৷ উপস্থিত ছিলেন রাজ্য তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, রাজ্য যুব তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্মাল্য চক্রবর্তী, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, মহিলা সভানেত্রী মৌ রায়, কাউন্সিলর লিপি বিষোই প্রমুখরা।

"মমতা ব্যানার্জিকে বলুন যমালয়ে যেতে, শপথ নিয়েছেন চুরি ছাড়া অন্য কাজ করিব না", আক্রমণ শুভেন্দুর