BRAKING NEWS

Medinipur : তীব্র দাবদাহে ওল্ড এলআইসি মোড়ে ‘জলসত্র’, উদ্যোগে যুব তৃণমূল

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

তীব্র দাবদাহে জ্বলছে সমগ্র দক্ষিণবঙ্গ। বইছে তাপপ্রবাহ৷ ব্যতিক্রম নয় মেদিনীপুরও। তাপমাত্রা অতিক্রম করেছে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের দাগ। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে সাধারণ পথচারীদের সাময়িক স্বস্তি দিতে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর শহরের ওল্ড এলআইসি মোড়ে সূচনা হল জলসত্রের।

মঙ্গলবার যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং জেলা ও শহর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় জলসত্রের প্রথম দিন পথচারীদের পানীয়জল, ওআরএস, আমপান্না শরবত, স্কোয়াশ, কলা প্রভৃতি বিতরণ করে গরমে সাময়িক স্বস্তির ব্যবস্থা করা হয়। আপাতত দিন সাতেক প্রত্যহ এই জলসত্র চলবে।

‘মানুষের পাশে’ নামের এই উদ্যোগের সূচনালগ্নে এইদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা, তৃণমূলের শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, রাজ্য সম্পাদক প্রদ্যোৎ ঘোষ, আশিস চক্রবর্তী, শহর মহিলা তৃণমূলের সভানেত্রী মৌ রায় প্রমুখরা। ভয়াবহ এই দাবদাহের মধ্যে দূরদূরান্ত থেকে বিভিন্ন প্রয়োজনে শহরে আসা এবং বাইরে বের হওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা এই কর্মসূচির অন্যতম উদ্যোক্তা নির্মাল্য চক্রবর্তী।

Leave a Reply