BRAKING NEWS

Paschim Medinipur : তৃণমূলের বিধায়িকাকে ঘিরে বিক্ষোভ ছাত্রনেতা সহ সদস্যদের

তৃণমূল ছাত্র পরিষদের ভার্চুয়াল বৈঠকে দেওয়া হয়েছিল দল বিরোধী স্লোগান ও কটূক্তি। সেই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। এবার গড়বেতা কলেজে গড়বেতার তৃণমূল বিধায়িকা তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরার হাতে নিগৃহীত হয়েছেন বলে অভিযোগ এনে বিক্ষোভ দেখালেন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন কাজি ও অন্যান্য সদস্যরা।

গড়বেতা কলেজে অভিযোগ উঠেছে, ব্যক্তিগত ক্রোধ থেকে অন্যকে অভিযুক্ত করে ভয় দেখিয়ে অভিযোগপত্র লিখতে বাধ্য করা হয় গড়বেতা কলেজের এক ছাত্রনেতাকে। সেই মর্মে বৈঠকে আসা বিধায়িকার কাছে পশ্চিম মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানাতে যান কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন কাজি ও অন্যান্য সদস্যরা। তাঁদের অভিযোগ, ছাত্রনেতাকে নিগ্রহ করেন বিধায়িকা। পুলিশ ডেকে অ্যারেস্ট করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। বিধায়িকা গায়ে হাত তোলেন বলেও অভিযোগ। এরপরে বিধায়িকাকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে তৃণমূল ছাত্র পরিষদের কোর কমিটির ভার্চুয়াল মাধ্যমে বৈঠক চলাকালীন হঠাৎই স্লোগান উঠে “চোর চোর চোরটা অভিষেকের পিসিটা।” শুধু তাই নয় কয়লা, ত্রিপল চুরি সহ একাধিক অভিযোগে নেতৃত্বকে বিদ্ধ করে আক্রমণ করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য তৃণমূলের আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্যকে। ভেসে আসে বিভিন্ন শ্লেষাত্মক ও আক্রমণাত্মক মেসেজ। সেই ভিডিও ভাইরাল হয় সমাজমাধ্যমে।

Leave a Reply