BRAKING NEWS

Medinipur Urus Festival : বাংলাদেশ থেকে মেদিনীপুর বিশেষ ট্রেন, উরুষ উৎসবে পুণ্যার্থীরা

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুরে দুই বাংলার মিলন উৎসব উরুষ উৎসব উপলক্ষ্যে বাংলাদেশ থেকে মেদিনীপুর স্টেশনে এসে পৌঁছাল পুণ্যার্থীদের বিশেষ ট্রেন। বৃহস্পতিবার সকালে সুফি সাধক হযরত সৈয়দ শাহ্ মুরশেদ আলী আলকাদেরী-র ১২২ তম উরুষ উৎসব উপলক্ষ্যে বাংলাদেশ থেকে ২১৬৫ জন পুণ্যার্থী সঙ্গে নিয়ে বিশেষ ট্রেন মেদিনীপুর স্টেশনে আসে।

Medinipur-Mamata : জঙ্গলমহলে জনজাতি অসন্তোষ, নজর মুখ্যমন্ত্রীর মেদিনীপুর ও বাঁকুড়ার সভায়

প্রসঙ্গত উল্লেখ্য, ১৩৬০ বঙ্গাব্দের ৪ঠা ফাল্গুন সুফি সাধক ‘মাওলা পাক’ হযরত সৈয়দ শাহ্ মুরশেদ আলী আলকাদেরী দেহত্যাগ করেন। তাঁরই স্মরণে শ্রদ্ধা জানাতে ভক্তরা বিগত ১২০ বছর ধরে মেদিনীপুরের জোড়া মসজিদ প্রাঙ্গণে এই উরুষ উৎসব পালন করে আসছে। প্রতিবছর একটি বিশেষ ট্রেন বাংলাদেশ থেকে পুণ্যার্থীদের নিয়ে মেদিনীপুরে আসে৷ দুই দেশের এই মিলন উৎসবে পুণ্যার্থী এই সময়ে জোড়া মসজিদে এসে মওলা পাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিগত দুই বছর করোনা অতিমারির কারণে উরুষ উৎসবে বিশেষ ট্রেন বন্ধ ছিল। এই বছর পুনরায় বিশেষ ট্রেনে ওপার বাংলা থেকে এপার বাংলায় এলেন পুণ্যার্থীরা৷

Forest Fire : সিজুয়ার পর দেলুয়া! মেদিনীপুর একাধিক জঙ্গলে আগুন, উঠছে একাধিক অভিযোগ