Purulia News : দোল উৎসবে মাতোয়ারা পুরুলিয়ায় পর্যটকদের ঢল

Purulia News : দোল উৎসবে মাতোয়ারা পুরুলিয়ায় পর্যটকদের ঢল

আজ দোল উৎসব। এই আনন্দে মেতে উঠেছে সমগ্র দেশবাসী, পিছিয়ে নেই রাজ্যের পুরুলিয়া জেলাও। প্রতিবছরের মত এই বছরও দোল উৎসবে পুরুলিয়ায় পর্যটকের ঢল নেমেছে।পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে গড় পঞ্চকোট জয়চন্ডী পাহাড় সর্বত্র পর্যটকদের ঢল নেমেছে। বিভিন্ন সংস্থার উদ্যোগে দোল উৎসবের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অযোধ্যা পাহাড় থেকে দেউলঘাটে সর্বত্র।

এই উপলক্ষ্যে কয়েকদিন ধরেই পুরুলিয়ার স্টেশনে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষের আনাগোনা। এই বছর অযোধ্যা পাহাড়ে চারিদিকে প্রচুর পলাশ ফুল ফুটেছে আর তাই সেই পলাশের রং উপভোগ করতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নেমেছে পাহাড়ে। মঙ্গলবার ও বুধবার জেলার বিভিন্ন প্রান্তেই দোল উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। কোথাও কোথাও আবার দোল উৎসব ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিভিন্ন সংস্থার উদ্যোগে।

আরও পড়ুন:  Purulia School Close : শিক্ষক ২ জন ও ছাত্র ৭ জন পুরুলিয়ার স্কুলে, বন্ধের সুপারিশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

যদিও অন্যান্য বছরের তুলনায় চলতি বছর অযোধ্যা পাহাড়ে প্রচুর পলাশ ফুল ফুটেছে। পাশাপাশি পুরুলিয়ার গড় পঞ্চকোট ও বড়ন্তিতেও লাল হলুদ ও বিভিন্ন রঙের পলাশ ফুল ফুটেছে। এই পলাশীর উপভোগ করতেই কলকাতা সহ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড থেকে প্রচুর পর্যটক এসেছে। ইতিমধ্যেই পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে সমস্ত গেস্ট হাউস থেকে শুরু করে অতিথি নিবাস একেবারে ভর্তি কোথাও একটু তিল ফেরার জায়গা নেই। সবমিলিয়ে জমজমাট মহল জেলা পুরুলিয়ায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ