BRAKING NEWS

Medinipur : গতকালের দুর্ঘটনার জের, নিরাপত্তা নিয়ে সচেতনতা ক্যাম্প জেলা পুলিশের

বৃহস্পতিবার রাতে বেপরোয়া বালির গাড়ির ধাক্কায় গড়বেতা থানার আমঝুপি এলাকায় মৃত্যু হয় মা ও ছেলের। এলাকায় পথ নিরাপত্তার দাবিতে রাস্তায় দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকাবাসী। গতকালের দুর্ঘটনার জেরে, মেদিনীপুর শহরের ধর্মা এলাকায় পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা ক্যাম্প করা হল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে৷

DA Medinipur : ডিএ আন্দোলনকে ঘিরে উত্তপ্ত ডিএম অফিস চত্ত্বর, তৃণমূল নেতার লাথি আন্দোলনকারীকে

শুক্রবার সকালে ট্রাফিক আইন বিষয়ে সাধারণ গাড়ি চালক ও পথচারীদের সচেতন করতে বার্তা লেখা প্ল্যাকার্ড ও ব্যানার সহ পথে নামেন কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা। বাইক চালানোর সময় হেলমেট পড়া, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, অতিরিক্ত গতিতে গাড়ি না চালানোর বিষয়ে সচেতন করা হয় শহরবাসীদের।

International Mother Language Day : পলাশী প্রাথমিক বিদ্যালয়ে ভাষা দিবস পালন কচিকাঁচাদের