BRAKING NEWS

Haldia : ট্রাফিক সচেতনতা শিবিরে অ্যাম্বুলেন্স চালকেরা, হলদিয়ার দুর্গাচক হাসপাতালে

Haldia : ট্রাফিক সচেতনতা শিবিরে অ্যাম্বুলেন্স চালকেরা, হলদিয়ার দুর্গাচক হাসপাতালে, GNE BANGLA

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
বুধবার হলদিয়ার দুর্গাচক হাসপাতালে অ্যাম্বুলেন্সের চালকদের নিয়ে ট্রাফিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। উদ্যোগে হলদিয়া ট্রাফিক পুলিশ।

গাড়ি চালকদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাম্বুলেন্সের চালকেরা। মরণাপন্ন রোগীদের নিয়ে ২৪ ঘন্টা বিভিন্ন দূরত্বে দ্রুততার সঙ্গে যাতে হয় তাঁদের। সেই জন্য রাস্তার ট্রাফিকে তাঁদের ছাড় দেওয়া হয়। অভিযোগ, অনেকক্ষেত্রেই সেই সুবিধার অপব্যবহার করে এক শ্রেণির অ্যাম্বুলেন্স ড্রাইভার অত্যন্ত দ্রুত এবং ট্রাফিক আইনের তোয়াক্কা না করেই গাড়ি চালান। এতে দুর্ঘটনা ঘটতে পারে এবং বিপন্ন হতে পারে রোগীর প্রাণ।

Nandakumar : কামারদায় জাতীয় সড়ক অবরোধ, খাল সংস্কার না হওয়ার প্রতিবাদ

বুধবার দুপুরে সেই বিষয়েই হলদিয়া মহকুমা হাসপাতালে প্রায় ৫০ জনের অধিক অ্যাম্বুলেন্স ড্রাইভারদের নিয়ে সচেতনতা শিবির হল। উপস্থিত ছিলেন হলদিয়ার ট্রাফিক ওসি সুরজিৎ চক্রবর্তী ও অন্যান্য পুলিশ কর্মীরা।