অবরোধ প্রত্যাহার আদিবাসী সম্প্রদায়ের, দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

অবরোধ প্রত্যাহার আদিবাসী সম্প্রদায়ের, দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

 

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
শনিবার দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-টাটানগর শাখায় খেমাশুলি স্টেশনের কাছে অবরোধ করে আদিবাসীদের সামাজিক সংগঠন ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’। করা হয় সড়ক অবরোধও। অবশেষে জনগণের স্বার্থে সংগঠনের তরফে রেল-রোড ও চাক্কা জ্যাম কর্মসূচি প্রত্যাহার করা হল। তবে দাবি মান্যতা দেওয়া না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানানো হয়েছে সংগঠনের তরফে।

আরও পড়ুন:  Salboni Recruitment : ১০ জন চুক্তিভিক্তিক অস্থায়ী হোমগার্ড নিয়োগ শালবনি থানায়

এইদিন সকাল থেকে একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ওড়িশা, ঝাড়খন্ড, ও অসম রাজ্যরেল ও সড়ক অবরোধের ডাক দেয় আদিবাসী সংগঠনটি। তাঁদের দাবিগুলি-
১. সারনা ধর্মের কোড চালু করা,
২. মারাংবুরু তথা পরেশনাথ পাহাড়কে জৈনদের তীর্থস্থান হিসেবে ঘোষনা না করে আদিবাসীদের ফিরিয়ে দিতে হবে,
৩. অন্যান্য রাজ্যের মত আসামে ও আন্দামানে আদিবাসী জনগোষ্ঠীর মানুষদের এসটি পদমর্যাদা দিতে হবে,
৪. ঝাড়খণ্ডে সাঁওতালি ভাষাকে রাজভাষার স্বীকৃতি দিতে হবে।

আরও পড়ুন:  Pingla: “পঞ্চায়েত নির্বাচনে লড়ে নেব”, তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

শনিবার সকাল ৬ টা থেকে চলা অবরোধ কর্মসূচি আপাতত প্রত্যাহার করে নেওয়া হলেও সংগঠনের তরফে ঝাড়গ্রাম জেলা প্রেসিডেন্ট সঞ্জয় হেমব্রম জানান, “আমরা সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি করতে চাই না। কিন্তু সরকার আমাদের দাবিগুলিকে মেনে না নিলে আগামী ১১ ই এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকতে বাধ্য হবো।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ