Jhargram Strike: ঝাড়গ্রামে বনধ ভারত জাকাত মাঝি পারগানা মহলের, চলছে রাস্তা অবরোধ, বন্ধ দোকানপাট

Jhargram Strike: ঝাড়গ্রামে বনধ ভারত জাকাত মাঝি পারগানা মহলের, চলছে রাস্তা অবরোধ, বন্ধ দোকানপাট

শনিবার সমগ্র ঝাড়গ্রাম জেলা জুড়ে অনির্দিষ্টকাল বনধের ডাক দিয়েছে ভারত জাকাত মাঝি পারগানা মহল। বিধানসভায় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে অনির্দিষ্টকাল বনধ শুরু করেছে আদিবাসী সংগঠনটি।

শনিবার সকাল থেকে বনধের প্রভাব পরিলক্ষিত হয়েছে ঝাড়গ্রামের রাস্তায়। কোন সরকারি বা বেসরকারি বাস বিশেষ নেই। ঝাড়গ্রাম শহরের শপিং মল, কোর্ট রোড চত্বরে দোকান, জুবলি মার্কেট বন্ধ রয়েছে। কলকাতা-মুম্বাই ৬ নাম্বার জাতীয় সড়ক গজাশিমূলের কাছে অবরোধ করা হয়েছে। এছাড়াও লোধাশুলীর কাছে রাস্তা অবরোধ করা হয়েছে। বিনপুর ১ নম্বর ব্লকের দহিজুড়ি মোড়ে, বিনপুর ২ নম্বর ব্লকের শিলদা চকে অবরোধ করা হয়েছে।

আরও পড়ুন:  Jhargram : টি-টোয়েন্টি মহিলা ক্রিকেট টুর্নামেন্ট ঝাড়গ্রামে, উদ্বোধনে লক্ষ্মীরতন শুক্লা

আদিবাসী সংগঠনটির অভিযোগ, গত ২১শে ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আদিবাসীদের ‘বহিরাগত’ বলে উল্লেখ করেছেন। তারই প্রতিবাদে চলছে বনধ। ‘শোভনদেব চট্টোপাধ্যায়কে আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে’ বলে দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্য বিধানসভার বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ