Medinipur : “কুড়মিদের এসটি ঘোষণা করা চলবে না”, দাবি নিয়ে জেলাশাসকের কার্যালয় ঘেরাও ভারত জাকাত মাঝি পারগানা মহলের

Medinipur : "কুড়মিদের এসটি ঘোষণা করা চলবে না", দাবি নিয়ে জেলাশাসকের কার্যালয় ঘেরাও ভারত জাকাত মাঝি পারগানা মহলের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

কুড়মিদের আন্দোলনের বিরুদ্ধ দাবি নিয়ে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্ৰাম জেলার জেলাশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি শুরু করলো আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। সংগঠনের দাবি, কোনো ভাবেই কুড়মিদের এসটি তথা তফসিল উপজাতি স্বীকৃতি দেওয়া চলবে না। সেই সঙ্গে আরও একাধিক দাবি জানানো হয়েছে আন্দোলনকারীদের তরফে।

আরও পড়ুন:  Medinipur : প্রয়োজনে তলোয়ার হাতে চৌরাস্তায় দাঁড়ানোর হুঁশিয়ারি, রামনবমী নিয়ে হুঙ্কার দিলীপ ঘোষের

Medinipur : "কুড়মিদের এসটি ঘোষণা করা চলবে না", দাবি নিয়ে জেলাশাসকের কার্যালয় ঘেরাও ভারত জাকাত মাঝি পারগানা মহলের

আন্দোলনরত আদিবাসী সংগঠনের দাবি, কুড়মি ও কুড়মি মাহাতো সম্প্রদায় কোনো ভাবেই আদিবাসী সম্প্রদায় ভুক্ত হয়। সেই সঙ্গে আর্থিক, সামাজিক, শিক্ষা ও রাজনৈতিক দিক থেকে কুড়মি সম্প্রদায় আদিবাসী সম্প্রদায়ের থেকে অনেক উন্নত বলেও দাবি জানানো হয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য, কুড়মিদের এসটি তথা তফসিল উপজাতি তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না।

আরও পড়ুন:  Medinipur : “চাইলেই প্রার্থী হওয়া যাবে না”, পঞ্চায়েত ভোট নিয়ে কর্মীদের বার্তা সুজয় হাজরার

Medinipur : "কুড়মিদের এসটি ঘোষণা করা চলবে না", দাবি নিয়ে জেলাশাসকের কার্যালয় ঘেরাও ভারত জাকাত মাঝি পারগানা মহলের

এছাড়াও সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন, আদিবাসী ছাত্রছাত্রীদের বন্ধ হোস্টেল চালু ও হোস্টেল গ্রান্ট প্রদান, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি মাধ্যমে স্নাতকোত্তর চালু, পশ্চিম মেদিনীপুর জেলায় সাঁওতালি মাধ্যমে ডিএলএড ও বিএড কলেজ চালু, সাঁওতালি মাধ্যমে চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের পার্শ্বশিক্ষকের মর্যাদা প্রদানের দাবি জানানো হয়েছে ভারত জাকাত মাঝি পারগানা মাহালের তরফে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ