BRAKING NEWS

মমতার কাছে ‘ফেল’ করে গিয়েছেন খোদ হিটলারও বললেন তৃণমূল শীর্ষ নেতা

মমতার কাছে ‘ফেল’ করে গিয়েছেন খোদ হিটলারও বললেন তৃণমূল শীর্ষ নেতা, GNE BANGLA

দুর্নীতির অভিযোগে একের পর এক নেতা গ্রেফতারের ইস্যুতে কন্ট্রোল কমিশন চান মদন মিত্র। ‘আরও কঠোর হতে হবে দলকে, অবিলম্বে তৈরি করতে হবে কন্ট্রোল কমিশন’,দুর্নীতি বন্ধে কন্ট্রোল কমিশনের পরামর্শ দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক।

এদিন মদন মিত্র জানিয়েছেন,’আমার মনে হয় দলের আরও কঠোর হওয়া উচিত। দলের কন্ট্রোল কমিশন তো অবশ্যই করা উচিত। আমি একজন এমএলএ হয়ে যদি যেখানে সেখানে গিয়ে দলের নামে যা ইচ্ছা তাই করি, গুণ্ডামি করি, তোলাবাজি করি তাহলে দল আমাকে নিয়ন্ত্রণ করবে। সে ক্ষেত্রে কেন কোর্টের জন্য অপেক্ষা করবে!’

Medinipur : "অর্পিতা নায়েককে হারাতে চক্রান্ত হয়েছিল", সৌমেন খানের বক্তব্যে ফের বিতর্ক

এমনকী দুর্নীতির অভিযোগে যে দল যে ‘জিরো টলারেন্স’ নীতিতে চলছে তা পার্থর কেস দেখলেই বোঝা যায়। এমনটাই মত মদনের। এদিকে দুর্নীতি রোধে মমতার ভূমিকা নিয়েও ভূয়সী প্রশংসা করতে দেখা যায় মদনকে।

এমনকী এই ক্ষেত্রে মমতা যে সাহস দেখিয়েছেন তা দেখাতে পারেনি পৃথিবীর দিকপাল নেতারাও। মমতার কাছে ‘ফেল’ করে গিয়েছেন খোদ হিটলারও। বললেন কামারহাটির বিধায়ক। পাশাপাহি মদনের প্রতিশ্রুতি, ‘আমার দলের কেউ কাটমানি খেয়ে থাকলে আমাকে বলুন। আমি আপনার টাকা ফেরত দেওয়ার গ্যারান্টি দিচ্ছি।’

Daspur : শুভেন্দুর সভা-ফেরত বিজেপির বাসে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে