পূর্ব মেদিনীপুরে ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুন হন। সেই ঘটনায় শনিবার গ্রেপ্তার হলেন তৃণমূল কর্মী নন্দন মণ্ডল এবং সুজয় মণ্ডল। বাকচার গ্রাম পঞ্চায়েতের গোড়ামহল গ্রামের বাসিন্দা দুই তৃণমূল কর্মীর গ্রামেই বাসস্থান ছিল মৃত বিজেপি নেতার।

বিজয়কৃষ্ণ ভুঁইয়ার স্ত্রী ও পুত্রের অভিযোগ, গত সোমবার বিকালে বাড়ির সামনে থেকে অপহৃত হন বিজয়কৃষ্ণ। বাধা দিতে গিয়ে তাঁরাও আক্রান্ত হন। এরপর বাড়ির কাছে পুকুর পাড় থেকে বিজয়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ময়না। বিজয়কৃষ্ণের স্ত্রী ৩৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে তমলুকের এসডিপিও-র নেতৃত্বে শুরু হয়েছে অভিযান।

জনপ্রিয় খবর:  Convoy Attack : কনভয়ে হামলায় বিজেপি যোগ! গ্রেপ্তারিতে উঠছে প্রশ্ন

এর আগে বৃহস্পতিবার গোড়ামহল গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য মিলন ভৌমিককে গ্রেপ্তার করে ছিল পুলিশ। শনিবার স্থানীয় ইঁটভাটায় অভিযুক্তদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার হন দুই তৃণমূল কর্মী নন্দন মণ্ডল ও সুজয় মণ্ডল। রবিবার ধৃতদের আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।