মেদিনীপুরের জোড়া মসজিদে উরস উৎসব, করোনা বিধি মেনে চলছে উদযাপন

মেদিনীপুরের জোড়া মসজিদে উরস উৎসব, করোনা বিধি মেনে চলছে উদযাপন

১২১ তম পদর্পন করছে মেদিনীপুরের জোড়া মসজিদের উরস উৎসব। কিন্তু করোনা বিধিনিষেধের কারনে গত একশো বছরের ঐতিহ্য মেনে বাংলাদেশ থেকে বিশেষ ট্রেনে পুণ্যার্থীদের আসার উপরে এই বছর জারি হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকেও ভক্তবৃন্দরা অংশ নিতে পারছেন না।

আরও পড়ুন:  Medinipur: সিপিএমের উদ্যোগে মেদিনীপুর শহরে পদযাত্রা, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান

ইতিহাস বলে, সুফি সাধনার প্রসারে ১৭৬৮ খ্রিস্টাব্দে ইরাকের বাগদাদ থেকে ওড়িশার চাঁদবালি বন্দর হয়ে ভারতে আসেন মওলা পাক হজরত সৈয়দ শাহ মুর্শেদ আলি আলকাদেরি আলবাগদাদি। বর্তমানে হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আলকাদেরী আলবাগদাদীর তত্বাবধানে মেদিনীপুর জোড়া মসজিদ ও মাজারে আয়োজিত হয় ধর্মীয় আলোচনা সভা। মওলাপাকের সমাধিস্থলে চলে প্রার্থনা। এই বছরেও তার ব্যতিক্রম হয়নি। যদিও কোভিড বিধিনিষেধ মেনে বিদেশের ভক্তদের সমাগম নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ