BRAKING NEWS

Medinipur : দোল উৎসবের শোভাযাত্রা, সহায়তায় জেলা বঙ্গ জননী কমিটি

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

দোল উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায়ের উদ্যোগে ও জেলা বঙ্গ জননী কমিটির সহায়তায়।

মেদিনীপুরে দোল উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় সোমবার। পথযাত্রীদের আবিরের মাধ্যমে রাঙিয়ে শুভেচ্ছা জানানো হয়। সেই সঙ্গে ছিল মিষ্টিমুখের ব্যবস্থাও। জেলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে বিশ্ব নারী দিবস উপলক্ষে প্রত্যেক নারীর হাতে ফল এবং মিষ্টি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা, প্রদ্যুৎ ঘোষ, নির্মাল্য চক্রবর্তী, কাউন্সিলর মৌসুমী হাজরা, লিপি বিসই, পূর্ণিমা পড়িয়া, সত্য পড়িয়া, ইন্দ্রজিৎ পানিগ্রাহী, মোজাম্মেল হোসেন, অরুণ চৌধুরী প্রমুখরা।

Organic Colour : শাকসবজি থেকে ভেষজ আবীর, পলাশী প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের উদ্যোগ