Nilgai at Medinipur : বিরল নীলগাই মেদিনীপুরের জঙ্গলে, ভাইরাল ভিডিও

Nilgai at Medinipur : বিরল নীলগাই মেদিনীপুরের জঙ্গলে, ভাইরাল ভিডিও

সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে একটি প্রাণীর ভিডিও। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রাণীটি বিরল ‘নীলগাই’ এবং ভিডিওটি মেদিনীপুর বনবিভাগের লালগড়ের জঙ্গলের। যদিও GNE Bangla-র তরফে ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি।

দেশের বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণিগুলির মধ্যে অন্যতম নীলগাই। হিমালয়ের পাদদেশ, নেপাল, ভুটান, ভারত সীমান্তবর্তী এলাকা ও কর্ণাটক প্রদেশের পাহাড়ি স্বল্প জঙ্গল বিশিষ্ট অঞ্চলে সাধারণত নীলগাই-এর দেখা মেলে। বন দফতরের একাংশের দাবি, ঝাড়খণ্ডের দিকের জঙ্গলে কখনও কখনও নীলগাইয়ের দেখা মেলে। বাঁকুড়াতেও সম্প্রতি দেখা মিলেছিল। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি সম্পর্কে স্থানীয় কয়েকজন যুবকের দাবি, তাঁরা লালগড়ের জঙ্গলের পথে যাওয়ার সময় প্রাণীটিকে দেখতে পান। প্রাণীটি নীলগাই বলেই দাবি করেছেন তাঁরা।

আরও পড়ুন:  Medinipur : কোতোয়ালি থানা ঘেরাও বিজেপি-র, নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার প্রতিবাদ

ভিডিওটিতে দেখা যাচ্ছে, মানুষের উপস্থিতি টের পেতেই প্রাণীটি গভীর জঙ্গলের দিকে পলায়ন করছে। স্থানীয় মানুষদের একাংশের অভিমত, ঝাড়খণ্ডের দিক থেকে লালগড়ের জঙ্গলে নীলগাই আসা অস্বাভাবিক নয়। ঝাড়গ্রামের চিড়িয়াখানাতেও নীলগাই রয়েছে। তবে, জঙ্গলমহলের জঙ্গলে এই ভাবে বিলুপ্তপ্রায় প্রজাতির নীলগাইয়ের আবির্ভাব জেলার বন্য পরিবেশের জন্য যথেষ্ট সদর্থক বলেই অভিমত প্রাণী বিশেষজ্ঞদের। ভিডিওটি দেখতে এই লেখাটিতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ