মেদিনীপুর সম্মানিত নতুন সম্মানে, রয়্যাল সোসাইটির ফেলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

মেদিনীপুর সম্মানিত নতুন সম্মানে, রয়্যাল সোসাইটির ফেলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

মেদিনীপুরের সম্মানে নবতম সংযোজন। লণ্ডনের রয়্যাল সোসাইটি অফ বায়োলজির ফেলো নির্বাচিত হলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক দেবীদাস ঘোষ।

সাম্প্রতিক সময়ে শিক্ষা ক্ষেত্রে একের পর এক সম্মানে ভূষিত হয়েছে মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও তার অধ্যাপক গবেষকেরা। লণ্ডনের রয়্যাল সোসাইটি অফ বায়োলজির ফেলো নির্বাচিত হয়ে সেই ধারা অব্যাহত রাখলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক দেবীদাস ঘোষ। গত ১ লা জানুয়ারী রয়্যাল সোসাইটির তরফে ই-মেল মারফত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই সংবাদ জানানো হয়েছে।

আরও পড়ুন:  Medinipur : ধ্যানচাঁদের মূর্তি ভাঙলো দুষ্কৃতিরা, চাঞ্চল্য মেদিনীপুরে

বিশ্ববিদ্যালয়ের তরফে অধ্যাপক দেবীদাস ঘোষ অভিনন্দন জানিয়ে জানানো হয়েছে, এই সম্মান তাঁর দীর্ঘদিনের গবেষণার ফলশ্রুতি। আনন্দ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ে তাঁর সহকর্মী অধ্যাপক, গবেষক ও ছাত্রছাত্রীরাও। অন্যদিকে নিজের সম্মান সম্পর্কে দেবীদাসবাবুর বক্তব্য, এই সম্মান শুধুমাত্র তাঁর বা তাঁর সহ-গবেষকদের সম্মান নয়, এই সম্মান বিশ্ববিদ্যালয় ও মেদিনীপুরবাসীর৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ