চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সারাদিন কর্মবিরতি পালন নিরাপত্তারক্ষী ও সাফাইকর্মীদের। বেতন বৃদ্ধি, সময়ে বেতন প্রদান সহ একাধিক কর্মবিরতি।
- Advertisement -
কর্মীদের অভিযোগ দীর্ঘদিনের। হয়নি নিয়মিত বেতন বৃদ্ধি, এমনকি নিয়মিত ভাবে সময়ে বেতন মেলে না বলেও অভিযোগ। এবার নিজেদের দাবি আদায়ে আন্দোলনে নামলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী ও সাফাইকর্মীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় চত্ত্বরে জমায়েত করে সারাদিন ধরে কর্মবিরতি পালন করলেন তাঁরা। প্রায় ১০২ জন কর্মী এইদিনের কর্মসূচিতে সামিল হন।
অন্যদিকে বকেয়া ডিএ, স্বচ্ছ নিয়োগ সহ একাধিক দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ ও সরকারি বেতনভুক কর্মচারীদের যৌথ মঞ্চ ঐক্যবদ্ধ ভাবে ১০ মার্চ, শুক্রবার ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে। তবে সমস্ত জরুরি পরিষেবা এই ধর্মঘটের আওতার বাইরে থাকলেও, সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল রয়েছে ধর্মঘটের আওতায়।