BRAKING NEWS

Valentines Day : নয় শুধু ভালোবাসার দিন, পালিত হয় বিভিন্ন ভাবে

সারা পৃথিবীতে ১৪ ই ফেব্রুয়ারি দিনটি ভালোবাসার দিন হিসেবে পালিত হলেও এমন অনেক দেশ আছে যেখানে এটি পালিত হয় অন্য ভাবে, নিজস্ব ঐতিহ্য নিয়ে। তাই এইদিনটিই একমাত্র প্রেমদিবস নয়। যেমন বাঙালি প্রেম নিবেদন করতে পছন্দ করে সরস্বতী পুজোর দিনে। বসন্ত পঞ্চমিই হল বাঙালির প্রেমের দিন।

Valentines Day : ভ্যালেন্টাইন্স সপ্তাহে কবে আছে কোনদিন, দেখুন এক নজরে

ফ্রান্সের ছোট্ট গ্রাম ভ্যালেনটাইন, এই দিন ফুলে, ভালোবাসার বার্তায়, চিরকুটে সেজে ওঠে। সেজে ওঠে গ্রামের প্রতিটি বাড়ি বাগান বারান্দা। ঘানায় ১৪ ফ্রেব্রুয়ারি দিনটি জাতীয় চকোলেট দিবস হিসাবে পালিত হয়। আর্জেন্টিনায় প্রেমের দিবস উদযাপিত হয় জুলাই মাসে। প্রত্যেক মাসের ১৪ তারিখে ভালোবাসার দিন হিসেবে উদযাপন করা হয় দক্ষিণ কোরিয়ায়। রোমানিয়ায় ১৪ ই ফেব্রুয়ারির পরিবর্তে, ২৪ ফেব্রুয়ারি ভালাবাসার দিন উদযাপন করা হয়। বুলগেরিয়ায় ১৪ ই ফেব্রুয়ারি দিনটি ওয়াইন প্রস্তুতকারকদের উৎসর্গ করা হয়। এইদিন ভালোবাসার মানুষদের সঙ্গে ওয়াইন পান করার রীতি আছে সেই দেশে।

Valentines Day : ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিন কেন, কি বলে ইতিহাস