Durga Puja: লোখন্ডওয়ালার পুজো, মূল আকর্ষণ গায়ক অভিজিৎ

Durga Puja: লোখন্ডওয়ালার পুজো, মূল আকর্ষণ গায়ক অভিজিৎ

 

লোখন্ডওয়ালার পুজো। দুর্গোৎসবে অন্যতম আকর্ষণ মুম্বাই প্রবাসী বাঙালিদের কাছে। ১৯৯৬ সালে মুম্বইতে কয়েকজন বাঙালি মিলে এই পুজোর উদ্যোগ নেন। পরে সেই পুজোয় যোগ দেন বলিউডের বিখ্যাত বাঙালি গায়ক অভিজিত। তারপরেই পুজোর পরিচিতি ও আকর্ষণ বেড়ে যায়।

এই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ এখন কার খাওয়াদাওয়া ও অনুষ্ঠান। বিভিন্ন শিল্পীরা বিভিন্ন দিন অনুষ্ঠান করেন। সেই সঙ্গে আকর্ষণীয় পাওনা গায়ক অভিজিতের ঢাক বাজনা। ৪০ জন ঢাকির সঙ্গে তালমিলিয়ে চলে এই বাজনা। আর খাওয়াদাওয়া থাকে এলাহী। নয় দিন ধরে চলে খাওয়া দাওয়া। কলকাতার এক নামী মিষ্টি বিপণি থেকে যায় নানা ধরনের সন্দেশ। কলকাতা থেকে রোজ বিমানে আসে মিষ্টি। সেই সঙ্গে আসে খিচুড়ি, বেগুনি, চাটনি, পায়েস। সবমিলিয়ে তারকাদের সঙ্গে রাজকীয় খাদ্য সমাবেশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ