BRAKING NEWS

Nawazuddin Siddiqui Rape : নওয়াজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, থানায় গেলেন স্ত্রী

Nawazuddin Siddiqui Rape : নওয়াজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, থানায় গেলেন স্ত্রী, GNE BANGLA

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকি। সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এই বিষয়ে জানিয়েছেন আলিয়া। সেই সঙ্গে অভিযোগ এনেছেন, তাঁর থেকে সন্তানদের চুরির চেষ্টা চালাচ্ছেন অভিনেতা।

২০০৯ সালে অঞ্জনা পান্ডের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নওয়াজউদ্দিন। বিবাহের সময় ইসলাম ধর্ম গ্রহণ করে অঞ্জনার নাম হয় আলিয়া। কিন্তু পারিবারিক অশান্তির জেরে নওয়াজউদ্দিনের মা মেহেরুনিসা সিদ্দিকি আলিয়ার বিরুদ্ধে মামলা করেছেন। পাল্টা মামলা দায়ের করেছেন আলিয়া। এনেছেন নির্যাতনের অভিযোগ। তারই মধ্যে আলিয়া তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন।

আলিয়া একটি ভিডিও পোস্ট করে ক্যাপসনে জানিয়েছেন, “নওয়াজ একজন দুর্দান্ত অভিনেতা, তাই খুব কৌশলেই মহান মানুষ হওয়ার চেষ্টা করছেন।” তিনি জানিয়েছেন, তিনি ধর্ষণের শিকার। বৃহস্পতিবার ভারসোভা থানায় নওয়াজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন তিনি। তার আরও অভিযোগ, “নওয়াজ একজন কাপুরুষ বাবা। নিজের ক্ষমতার অপব্যবহার করে আমার কাছ থেকে বাচ্চাদের কেড়ে নিতে চাইছেন উনি।”