BRAKING NEWS

Pushpa 2 : ‘পুষ্পা ২’তে থাকছে না সামান্থার জাদু, আইটেম নম্বর থেকে বাদ ‘ও আন্টাভা গার্ল’

টানটান রোমহষর্ক গল্প, অসাধারণ সংলাপ সঙ্গে আল্লু অর্জুন, রশ্মিকা সহ কলাকুশলীদের অনবদ্য অভিনয় মিলিয়ে সারা দেশের বক্স অফিসে ঝড় তুলেছিল দক্ষিণের সিনেমা ‘পুষ্পা’। আর সেই সিনেমাতেই ‘ও আন্টাভা’ গানের সুরের তালে আইটেম নম্বরের শরীরী বিভঙ্গে আসমুদ্রহিমাচল দর্শকদের হৃদয়ে নেচে উঠেছিলেন সামান্থা রুথ প্রভু। কিন্তু শোনা যাচ্ছে, পুষ্পা সিনেমার সিকুয়েল ‘পুষ্পা ২’ এর আইটেম নম্বর থেকে বাদ পড়তে চলেছেন তিনি।

শোনা যাচ্ছে, ‘পুষ্পা’ ছবিতে কয়েক মিনিটের গানে পারর্ফম্যান্সের জন্য পাঁচ কোটি টাকা নিয়েছিলেন অভিনেত্রী সামান্থা। যদিও তিনি নাকি আইটেম নম্বরে নাচতে রাজিই ছিলেন না। বন্ধু আল্লু অর্জুন বিশেষ অনুরোধ করে তাঁকে রাজি করিয়েছিলেন। এবারেও শুধু আইটেম নম্বর নয়, সঙ্গে স্ক্রিপ্টে বদল এনে সামান্থাকে পুষ্পা সিকুয়েল পুষ্পা ২ এর অংশ করতে আগ্রহী পরিচালক সুকুমার। কিন্তু শোনা যাচ্ছে, অভিনেত্রী নাকি সরাসরি প্রস্তাবে না করে দিয়েছেন।