ভোট হবে এবার পোস্টাল ব্যালটে। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এমনটাই স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। এই জরুরিকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষেরা বাড়িতে বসেই ভোট দিতে পারবেন। তবে এই সুবিধা পাবেন শুধুমাত্র 65 বছরের ঊর্ধ্বে, করোনা আক্রান্ত ও কোয়ারেন্টাইন এ থাকা ব্যক্তিরাই।
নির্বাচন কমিশন জানিয়েছে যে, সামাজিক দূরত্ব বিধি মেনেই ভোট গ্রহণ হবে এবং ভিড় এড়াতে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। প্রতিটা কেন্দ্রে এক হাজার জনের বেশি ভোটার প্রবেশ করানো যাবে না।
26 শে নভেম্বর 2020 তে বিহারে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তাই স্বাভাবিক নিয়ম অনুযায়ী অক্টোবর কিংবা নভেম্বরেই বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সেই কারণেই আগের থেকেই এই নিয়ম বিধি জানিয়ে রাখল নির্বাচন কমিশন।
এর আগে বাড়িতে বসে ভোট দেওয়ার সুবিধা পেতেন শুধুমাত্র জরুরী পরিষেবা সাথে যুক্ত মানুষেরা ও 80 বা তার বেশি বয়সের মানুষেরা। কিন্তু এবার করোনা আবহে ভিড় এড়াতে বাড়িতে বসেই 65 বা তার উর্ধ্বে বয়সের মানুষেরা এবং করোনা আক্রান্ত ও কোয়ারেন্টাইনে থাকা মানুষেরা ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে এমনটাই পরিষ্কার জানিয়ে দিল নির্বাচন কমিশন। পরবর্তীতে অন্যান্য অঞ্চলেও এই প্রকার ভোট প্রক্রিয়ার নিয়ম লাগু করতে পারে নির্বাচন কমিশন -এমনটা আশা করা যাচ্ছে।