ইতিহাসে এই প্রথম, পাকিস্তানে তৈরী হচ্ছে ১০ কোটি টাকার মন্দির
GNE NEWS DESK:১০ কোটি টাকা ব্যয়ে মন্দিরটি নির্মাণ করবে পাকিস্তান সরকার।পাকিস্তানের ইসলামাবাদে শুরু হলো প্রথম হিন্দু মন্দির স্থাপনের কাজ। মাটি খুঁড়ে মন্দির স্থাপনের কাজ শুরু করেছেন পাকিস্তানের মানবাধিকার বিষয়ক সংসদীয় সম্পাদক লাল চাঁদ মাহি।
ইসলামাবাদের এইচ-৯/২ সেক্টরে কৃষ্ণ মন্দির স্থাপনের কাজ শুরু করে তিনি টুইট করে লিখেছেন এটা ইসলামাবাদের প্রথম হিন্দু মন্দির।
২০১৭ সালে মন্দিরটি নির্মাণের জন্য ২০ হাজার বর্গ কিলোমিটার জমি হিন্দু কাউন্সিলকে দেন ক্যাপিটেল ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ। কিন্তু বারবার কোনও না কোনও কারণে পিছিয়ে গিয়েছিল মন্দির নির্মাণ। এবার সেই কাজ শুরু করলেন লাল চাঁদ।
এই মন্দিরটি নির্মাণের জন্য ১০ কোটি টাকা খরচ করবে পাকিস্তান সরকার। এমনটাই জানিয়েছেন সে দেশের ধর্ম বিষয়ক মন্ত্রী পির নুরুল হক কাদরি।
ইসলামাবাদের হিন্দু সংখ্যালঘুরা বারবার এই মন্দিরের দাবি জানিয়ে এসেছেন। এই “শ্রী কৃষ্ণ মন্দির” হয়ে গেলে আর রাওলপিন্ডিতে উপাসনার জন্য যেতে হবে না তাদের।
[qws]Tags: পাকিস্তান, পাকিস্তানে মন্দির,১০ কোটি টাকা ব্যয়ে পাকিস্তানে তৈরী হচ্ছে মন্দির