মারাত্মক প্রবল ঘূর্ণিঝড় মোকার তান্ডব শুরু হয়েছে বাংলাদেশ এবং মায়ানমারের উপকূলবর্তী এলাকায়। প্রবল ঝড়ের সঙ্গে চলছে বৃষ্টি। মায়ানমারে ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে৷ প্রায় ২ ঘণ্টায় ঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

জানা গিয়েছে, মায়ানমারের সিতওয়াতে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে৷ ঘণ্টায় প্রায় ১৯৫ কিমি বেগে বইছে ঝড়। উদ্ধারকারী দল কাজ করছে। যদিও ঝড়ের তান্ডবে তা ব্যাহত হচ্ছে। সিতওয়া এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন, ভেঙেছে মোবাইল টাওয়ার, ঘরবাড়ি। গাছ পড়ে ১৪ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। বাংলাদেশের কক্সবাজারে ঝড়ের সঙ্গে হচ্ছে বৃষ্টি। প্রায় ৫ লক্ষ মানুষজনকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে।