BRAKING NEWS

সুরের বন্দনায় শাস্ত্রীয় সংগীত শিল্পীদের ভারত-বাংলাদেশ মৈত্রী

প্রথমবার ভারত ও বাংলাদেশের শিল্পী সমন্বয়ে শাস্ত্রীয় সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হল ডিজিটাল প্লাটফর্ম ‘ভিউসিতে’। সুরের বন্দনায় শাস্ত্রীয় সংগীত শিল্পীদের ভারত-বাংলাদেশ মৈত্রী সংগীত অনুষ্ঠান ‘সাউন্ড অফ বাংলাদেশ’। নিউইয়র্কের ভারতীয় শাস্ত্রীয় সংগীতের প্রতিষ্ঠান ‘ভিউসি’র প্রতিষ্ঠাতা শাস্ত্রীয় সংগীত শিল্পী এরেন হ্যানসানের প্রযোজনায়, উত্তরপ্রদেশের শাস্ত্রীয় সংগীত শিল্পী আদিত্য নির্মল-এর পরিচালনায় ভারত ও বাংলাদেশের শিল্পীরা এই সংগীতানুষ্ঠান পরিবেশন করেন।

বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর অসিত রায় ধ্রুপদ, চট্টগ্রামের পন্ডিত স্বর্ণময় চক্রবর্তী খেয়াল, এবাদুল হক সৈকত সেতার, ময়মনসিংহের পণ্ডিত অসিত দে কন্ঠ সংগীত, ডঃ প্রিয়াঙ্কা গোপ ঠুমরি ও দাদরা পরিবেশন করেন। এছাড়াও ভারতের বেশ কিছু শিল্পীও সংগীত পরিবেশন করেন। ভারতরত্ন পন্ডিত রবিশংকরের শিষ্য আদিত্য নির্মল অনুষ্ঠানটি পরিচালনা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়।